Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো দেশ থেকেই হজে যেতে পারবেন না কেউ: সৌদি আরব


২৩ জুন ২০২০ ০২:২১ | আপডেট: ২৩ জুন ২০২০ ১২:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির মধ্যে ‘সীমিত পরিসরে’ হজ পালনের ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার। ঘোষণা অনুযায়ী, সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে সীমিতসংখ্যক ব্যক্তি এবার হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ এবার কোনো দেশ থেকেই ধর্মপ্রাণ মুসলিমরা হজে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

এ ঘোষণা অনুযায়ী, এবার হজে যাওয়ার জন্য বাংলাদেশে থেকে যারা নিবন্ধন করেছিলেন, তারাও কেউ হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন না। একইভাবে অন্য কোনো মুসলিম দেশের কোনো নাগরিকও হজ পালনের জন্য যেতে পারবেন না।

সোমবার (২২ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিত সংবাদ মাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন

খবরে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের যেসব নাগরিক বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন, কেবল তাদের মধ্য থেকেই কেউ কেউ এবার হজ পালনের সুযোগ পাবেন। ঘোষণায় আরও বলা হয়েছে, করোনাভাইরাস মহামারি চলতে থাকায় এবং বিশাল জনসমাগমের মধ্যে করোনার বিস্তার ঘটার ঝুঁকি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বছর হজ পালনে সৌদি আরব যেতে বাংলাদেশের ৬৫ হাজার ৫১২ জন মুসল্লি নিবন্ধন শেষ করেছিলেন। সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকেও হজ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য জানানো হয়নি। সৌদি আরব সরকারের চূড়ান্ত ঘোষণার ওপরই নির্ভর করেই বাংলাদেশ সিদ্ধান্ত নেবেএমনটিই ধারণা দিয়েছিলেন সংশ্লিষ্টরা। সৌদি সরকারের আজকের ঘোষণা অনুযায়ী এটা নিশ্চিত হয়ে গেল, অন্য দেশগুলোর মতো বাংলাদেশ থেকে হজ করতে আগ্রহীরাও এ বছর হজ পালনের সুযোগ পাবেন না।

বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও করোনাভাইরাস ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যাও হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেন বাড়তে না পারে, সেজন্য মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব আয়োজন বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করে দেওয়া হয়। এত উদ্যোগের পরেও সংক্রমণ বেড়েই চলেছে। সোমবার দিবাগত রাতের তথ্য বলছে, দেশটিতে এক লাখ ৬১ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক হাজার ৩০৭ জন।

করোনাভাইরাসের অব্যাহত সংক্রমণের মুখে হজ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় শুরু থেকেই। এ পরিস্থিতিতে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এবার তাদের নাগরিকদের প্রতি হজ পালনে নিষেধাজ্ঞা দেয়। অন্য মুসলিম দেশগুলো নিষেধাজ্ঞা না দিলেও এবার সৌদি আরবই জানাচ্ছে, তারা কাউকে হজ পালনের জন্য সৌদি আরব আসতে অনুমোদন দেবে না।

জানা যায়, প্রতি বছর বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ লাখ মুসলমান সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যান।

আরও পড়ুন-

এবারের হজযাত্রা অনিশ্চিত!

হজ আয়োজন বাতিলের ইঙ্গিত

হজযাত্রার অনিশ্চয়তা কাটছে না

সীমিত আকারে হজ পালনের ইঙ্গিত সৌদি সরকারের

সীমিত পরিসরে হজ সৌদি আরব হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর