Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারিসে ফিরলেন ২৪৬ যাত্রী


২৪ জুন ২০২০ ১৬:০৯ | আপডেট: ২৪ জুন ২০২০ ১৭:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে এসে আটকে পড়া ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ২৪৬ জনকে নিয়ে ফ্রান্সের প্যারিসের উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

বুধবার (২৪ জুন) সকাল ১১টা ৫ মিনেটে তাদের বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার।

তিনি জানান, করোনাভাইরাসের কারণে এসব যাত্রী বাংলাদেশে এতদিন আটকে ছিলেন। দীর্ঘদিন আটকে থাকার কারণে বুধবার একটি চাটার্ড ফ্লাইটে তারা বাংলাদেশ ছাড়েন। স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে বিমানযাত্রায় অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রীরা করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকায় যাত্রার অনুমতি পায়।

বিজ্ঞাপন

এর আগে গতকাল ইতালি যান ২৬৯ যাত্রী। তারা অধিকাংশ শ্রমজীবী বলে জানা যায়। এর আগে ২১ জুন বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বাংলাদেশ থেকে লন্ডন যান ১৮৭ যাত্রী। করোনার জন্য গত ২১ মার্চ থেকে নিয়মিত ফ্লাইট বন্ধ হয়। তবে চাটার্ড ফ্লাইট চালু ছিল। অপরদিকে ১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে।

ঢাকা প্যারিস ফিরলেন যাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর