Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসার টাকা যোগাড় করতে না পেরে আত্মহত্যা


২৫ জুন ২০২০ ১০:৩৯

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা গ্রামে বাসন্তী রাণী (৫৫) নামে এক নারী চিকিৎসার টাকা যোগাড় করতে না পেরে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা গ্রামে এই ঘটনা ঘটে। ওই নারী চোংগাখাতা গ্রামের মৃত চেচার বর্মনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, বাসন্তী রানী দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি। গত কয়েকদিন ধরে বমি, ডায়রিয়া ও জ্বর সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার ছেলে হেমন্ত রায় ঝালমুড়ি ও ফুসকার দোকান করে পরিবারের খরচ চালাতো। কিন্তু করোনাভাইরাসের কারণে প্রায় ৩ মাস থেকে দোকান বন্ধ থাকায় তার আয়ও বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

হেমন্ত রায় বলেন, ‘এই টানাপোড়েনের মধ্যে সংসারের খরচ চালাবো, না কি মায়ের চিকিৎসা করবো? তারপরও গ্রাম্য চিকিৎসক দিয়ে মায়ের চিকিৎসা চালিয়ে আসছিলাম। কিন্তু গত ২৩ জুন রাতে সকলের অজান্তে কখন যে মা গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা করেছেন আমরা কেউ তা বুঝতে পারিনি।’

ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, ‘ওই নারী বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে না পেরে আত্মহত্যা করেছেন।’

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর