Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবির সিন্ডিকেটে নতুন ৩ সদস্য


২৫ জুন ২০২০ ২২:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই বছরের জন্য নতুন তিন শিক্ষককে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ’র অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ২৫ (১) (ডি) ও ২৫ (৩) ধারায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এই মনোনয়নের আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজের সই করা এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

মনোনয়ন প্রাপ্ত শিক্ষকরা হলেন- লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাইনুল হক মিয়াজী, একই বিভাগের অধ্যাপক ড. নাসিম হাসান।

এর আগে খসরুল আলম কুদ্দুসী ২০১০ থেকে ২০১১ পর্যন্ত নির্বাচিত সিন্ডিকেট সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক হিসেবে ২০১৫-১৬ সালে দায়িত্ব পালন করেন। এছাড়াও লোকপ্রশাসন বিভাগের ২০১০-২০১৩ পর্যন্ত সভাপতি দায়িত্বও পালন করেছেন তিনি। ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রে বোর্ড অব গভর্নর সদস্য। বর্তমানে তিনি সিনেট মেম্বার ও স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক নাসিম হাসান ২০১০-১১ সালে নির্বাচিত সিন্ডিকেট মেম্বার ছিলেন। একই সময়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি জাপানের কিয়োসু ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ২০০৭ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১২ সালে অধ্যাপক পদোন্নতি লাভ করেন। এছাড়াও বর্তমানে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

৩ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনোনীত সিন্ডিকেট


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর