ঢাকা: ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) সৈয়দ মাসফিকুল ইসলাম সজীব ও একই আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, গত সোমবার (২২ জুন) সিজেএম আদালতের বিচারকদের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এরপর আজ এর ফলাফল আসে। এর মধ্যে সিজেএম মাসফিকুল ইসলাম সজীবসহ দুই বিচারকের ফলাফল পজিটিভ আসে।
বর্তমানে তারা নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।