লুটপাটের পথ সুগম করতে বিরোধীদলকে দমন করা হচ্ছে: রিজভী
২৬ জুন ২০২০ ১৭:২৪
ঢাকা: দুর্নীতি ও লুটপাট করার জন্যই বিরোধী দলের নেতাকর্মীদের গুম,খুন ও মিথ্যা মামলা দিয়ে দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৬ জুন) দুপুরে ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকীসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানোর তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আজ আন্তর্জাতিক গুম দিবস। বাংলাদেশে গুম হচ্ছে, বিচারবহির্ভূত হত্যা হচ্ছে। আর এ সব অপকর্মের সঙ্গে রাষ্ট্র জড়িত, মানববিধ্বংসী কাজের সঙ্গে রাষ্ট্র জড়িত। ভিন্ন মতাবলম্বীদের ওপর চলছে নৃশংস আক্রমণ, অত্যাচার, অমানবিক কর্মকাণ্ড। ভিন্নমতকে দমন করার জন্য রাষ্ট্রের সকল যন্ত্র প্রয়োগ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমাদের ছেলেরা হারিয়ে যাচ্ছে, গুম হচ্ছে। একের পর এক নিরুদ্দেশ হচ্ছে। লাখো প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি গণতন্ত্রের জন্য কথা বলার জন্য। তাহলে আজকে এ পরিস্থিতি কেন? কেন মিছিল করা যায় না? কথা বলা যায় না?’
‘কথা বলতে গেলেই, ভিন্নমত প্রকাশ করলেই মানুষ গুম হয়ে যাচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এটা অমানবিক রাষ্ট্রের একটি দৃষ্টান্ত। এখানে স্বাভাবিক জীবন যাপন করা যাচ্ছে না’— বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘এখানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এ রকম তো হওয়ার কথা না। দেশে বিরোধী দল থাকবে, সরকারি দল থাকবে। আজকের বিরোধী দলের নেতাকর্মীরা জেলখানায় আর সরকারি দলের নেতাকর্মীরা দুর্নীতি লুটপাট করে সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে।’
তিনি বলেন, ‘দুর্নীতি-লুটপাটের জন্যই বিরোধী দলকে দমন করা হচ্ছে, গুম করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেওয়া হচ্ছে। গোটা রাষ্ট্রের সম্পদ আত্মসাতের জন্যই এগুলো করা হচ্ছে।’
বিএনপি’র নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘গণতন্ত্রের জন্য যারা লড়াই করছেন, তারা সত্যের পথে, ন্যায়ের পথে আছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছি। তিনি নিজে নির্যাতন সহ্য করেছেন, যন্ত্রণা ভোগ করেছেন।’
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু, সহ-সভাপতি মাসুদ খান, যুগ্মসাধারণ সম্পাদক শামসুল হক, দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাক, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।