ঢাকা থেকে ইতালি গেলেন ২৮১ প্রবাসী বাংলাদেশি
২৭ জুন ২০২০ ১৭:০১
ঢাকা: করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে থাকা ২৮১ প্রবাসী বাংলাদেশি নাগরিক ইতালি গিয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৭ জুন) দুপুর ১২টা ২০ মিনিটে তাদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইট ২৮১ প্রবাসী বাংলাদেশিকে নিয়ে ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সনদ থাকায় তারা ফ্লাই করতে পেরেছেন।
এছাড়া বাংলাদেশ বিমানও যাত্রীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন। একই সাথে সিভিল এভিয়েশনও বিমানবন্দরে স্বাস্থ্য বিষয়ক বিষয়টি দেখছে। ফলে যাত্রীদের ভ্রমণে কোন ধরণের গাফিলতির সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, ২৫ জুন পর্তুগাল যান ২৩০ প্রবাসী বাংলাদেশি। ২১ জুন বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বাংলাদেশ থেকে লন্ডন যান ১৮৭ যাত্রী। করোনার জন্য গত ২১ মার্চ থেকে নিয়মিত ফ্লাইট বন্ধ হয়। তবে চাটার্ড ফ্লাইট চালু ছিলো। অপরদিকে, ১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে।