Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮০৯


২৮ জুন ২০২০ ১৪:৩৬

ঢাকা: দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও ৪৩ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৮০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪০৯৮ জন।

এ নিয়ে দেশে করোনাভাইসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে। এর মধ্যে ১ হাজার ৭৩৮ জন মারা গেলেন। আর আক্রান্ত ব্যক্তির ৪০ শতাংশেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন।

রোববার (২৮ জুন) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। তবে এর মধ্যে ৬৫টি ল্যাবের ফল পাওয়া গেছে। তিনটি বেসরকারি ল্যাবের ফল পাওয়া যায়নি। সব ল্যাব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৩৪টি। আগের দিনের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯৯টি। এ নিয়ে দেশে মোট ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা করা হলো।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে, এর মধ্যে ৩ হাজার ৮০৯ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৭ হাজার ৮৮৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ০৫ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৮৭ শতাংশ।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ৪৩ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৮ জনে। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের বয়সভিত্তিক বিভাজনে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে মারা গেছেন দুই জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৩ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৭ জন ও ৮১ বছরের বেশি একজন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে তিন জন, রাজশাহী বিভাগে দুই জন, রংপুর বিভাগে একজন, সিলেট বিভাগে তিন জন, ময়মনসিংহ বিভাগে এক জন ও বরিশাল বিভাগে দুই জন।
মৃতদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাড়িতে মারা গেছেন ১২ জন ও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪০৯ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৫ হাজার ৭২৭ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ।

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর