Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি হলেই রাস্তায় কাদা, সংস্কারে কিশোর-যুবকদের হাত


২৯ জুন ২০২০ ০০:১৭

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দ্রগ্রাম ইউনিয়নের কাথলা গ্রাম। এই গ্রামের ওপর দিয়েই অন্য গ্রামে চলে গেছে একট কাঁচা রাস্তা। যে রাস্তাটি সামান্য বৃষ্টিতেই কাদা হয়ে যায়। তখন যানবাহন ও মানুষ চলাচলে ভোগান্তি বাড়ে। রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু জনপ্রতিনিধিরা কথা দিলেও তা বাস্তবায়ন হয়নি। কবে হবে তারও নিশ্চয়তা নেই।

এ অবস্থায় গ্রামবাসীর দুর্ভোগ কমাতে নিজেদের উদ্যোগে রাস্তাটি সংস্কারে নেমেছে এলাকার কিশোর-তরুণ ও যুবকরা। সংস্কার কাজ শুরুর পর রাস্তা থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। সরিয়ে ফেলা হচ্ছে কাদা মাটি।

বিজ্ঞাপন

রোববার (২৮ জুন) ওই এলাকায় গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন যুবক ও তরুণ রাস্তার সংস্কার কাজে ব্যস্ত। এদের মধ্যে আহসান হাবিব, জাহিদ হাসান, ফিরোজ সরদার ও রাহিম এ প্রতিবেদককে জানান, কাথলা, চেচুয়া ও তেতুলিয়াসহ বেশ কয়েকটি গ্রামের শিক্ষার্থী এবং জনসাধারণ এই রাস্তা দিয়ে চলাচল করে। বৃষ্টি হলে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকার মানুষদের। অথচ এই গ্রামের সন্তান ছিলেন তৎকালীন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোহাম্মদ আলী সরদার। এই নেতাকে স্মরণ করেও কেউ এ গ্রামের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসছে না। ফলে বাধ্য হয়ে দুই কিলোমিটার দীর্ঘ রাস্তাটি এলাকার কিশোর-তরুণ ও যুবকরা মিলে চলাচলের উপযোগী করছে।

এ ব্যাপারে কুন্দ্রগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বেলাল হোসেনের মুঠফোনে একাধিকবার ফোন দিয়েও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আদমদীঘি উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, ‘নতুন রাস্তার জন্য চাহিদা দেওয়া হয়েছে। তবে মানুষের দুভোর্গ কমাতে কাঁচা রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা আছে।’

বিজ্ঞাপন

আদমদীঘি কিশোর যুবক বগুড়া রাস্তা সংস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর