রেশমা হত্যা মামলায় স্বামী রবিন ৩ দিনের রিমান্ডে
৩০ জুন ২০২০ ০০:৩৯
ঢাকা: রাজধানীর ওয়ারীর গোয়ালঘাট এলাকায় রেশমা আক্তার নামে এক গৃহবধূর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী রবিন হোসেনের তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৯ জুন) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) রনজিত সরকার আসামিকে আদালতে হাজির করে দশদিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিনদিন রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত রোববার ওয়ারীর ৫৮ নম্বর গোয়ালঘাট লেনের ৬ষ্ঠ তলা থেকে রেশমা (২০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই নিহতের স্বামী রবিনকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় ওয়ারী থানায় ওই গৃহবধূর বাবা মনু হাওলাদার হত্যার মামলাটি দায়ের করেন।
রেশমা মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বড় ফুলকচি গ্রামের মনু হাওলাদারের মেয়ে। স্বামী রবিন হোসেনের সঙ্গে ওয়ারী গোয়ালঘাট লেনের বাসার ৬ষ্ঠ তলায় ভাড়া থাকতেন। এই দম্পতির নয় মাস বয়সী একটি সন্তান আছে।