কসমেটিকস নিয়ন্ত্রণের জন্য আসছে নীতিমালা
১ জুলাই ২০২০ ০৯:১১
ঢাকা: বাংলাদেশে বিভিন্ন ধরণের দেশি-বিদেশি ব্রান্ডের কসমেটিকস বিক্রি হলেও এসব পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণের জন্য কোনো নীতিমালা কিংবা গাইডলাইন ছিল না। এ কারণে সরকারিভাবে মান যাচাই জরুরি হলেও সেটি করা সম্ভব হতো না। তবে এবার দেশে কসমেটিকস পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণের জন্য নীতিমালা ও গাইডলাইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩০ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। আন্তর্জাতিক কসমেটিকস রেগুলেটরি গাইডলাইনের সঙ্গে স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের ওষুধ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে সভাপতি এবং ওষুধ প্রশাসন অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিনকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা ক্যান্টনমেন্টের ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান, বারডেম হাসপাতালের কসমেটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবং আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইন ও বিচার বিভাগ)।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, আন্তর্জাতিক কসমেটিকস রেগুলেটরি গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে কসমেটিকস নিয়ন্ত্রণের জন্য নীতিমালা ও আইন প্রণীত হবে।