Friday 11 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে ৬ শতাংশ ছাড়ে ওষুধ বিক্রি শুরু


১ জুলাই ২০২০ ১৬:১৪

দিনাজপুর (হিলি): করোনা মহামারিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হিলিতে ওষুধ ব্যবসায়ীরা ৬ শতাংশ ছাড়ে ওষুধ বিক্রি শুরু করেছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঔষুধ ব্যবসায়ীদের সম্মিলিত সিদ্ধান্তের পর নির্ধারিত মূল্যের চেয়ে ৬ শতাংশ কম দামে বিক্রি করা হচ্ছে ওষুধ।

বাংলাহিলি ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে সমিতির ৩২ জন ওষুধ ব্যবসায়ী
সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে ওষুধের গায়ের এমআরপি মূল্য থেকে শতকরা ৬ শতাংশ ছাড়ে ওষুধ বিক্রি শুরু করেছেন। এছাড়া
প্রতি সপ্তাহে একজন চিকিৎসক বিনামূল্যে সুবিধাবঞ্চিতদের সেবা দেবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

হিলি বাজারে ওষুধ কিনতে আসা মিজানুর রহমান জানান, ‘আগে বাজারে গায়ের দামে ওষুধ কিনতাম। আজ ৬% ছাড়ে ওষুধ কিনলাম। করোনাকালে ওষুধের দাম কমায় আমরা খুশি ।’

হিলি হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, ‘বাংলাহিলি ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির এ ধরনের উদ্যোগ খুবই ভালো। তারা ৬% ছাড়ে ওষুধ বিক্রিসহ বিনামূল্যে সপ্তাহে একদিন চিকিৎসা সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে। এটা একটি মহৎ উদ্যোগ।’

হিলিতে ৬ শতাংশ ছাড়ে ওষুধ বিক্রি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর