Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের খনিতে বন্দুকধারীর হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৪ ১৩:১৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৩:৩৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসরকারি এক কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন বার্তাসংস্থা এপির তথ্যমতে।

 পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান নাসির বলেন, ‘বৃহস্পতিবার (১০ অক্টোবর) গভীর রাতে একদল সশস্ত্র লোক দুকি এলাকায় জুনাইদ কয়লা কোম্পানীর খনিগুলোতে ভারি অস্ত্র দিয়ে হামলা চালায়। সেই সাথে তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।’

নিহতদের অধিকাংশই বেলুচিস্তানের পশতুনভাষী এলাকার। এছাড়া নিহতদের তিন জন ও আহতদের মধ্যে চার জন আফগান নাগরিক। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর