ময়মনসিংহে ১৬৯ বোতল ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার
২ জুলাই ২০২০ ০৩:২৪
ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা থেকে ১৬৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলো জয়পুরহাটের পাঁচবিবি পশ্চিম রামচন্দ্রপুরের আব্দুল মজিদের ছেলে শরীফুল ইসলাম (২১) ও দিনাজপুরের হাকিমপুর ধরন্দা ফকিরপাড়ার আসমান আলীর ছেলে শামিনুল ইসলাম (২৫)।
বুধবার দুপুরে ময়মনসিংহ টাউন হল র্যাব ১৪ কার্যালয়ে এ তথ্য দেন র্যাব ১৪ অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন।
তিনি জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের মুক্তাগাছা কুমারগাতায় পাকাসড়কের পাশে এক মাহিন্দ্র পিক আপ ভ্যানের অতিরিক্ত চাকার ভেতর থেকে ১৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক সরবরাহ কাজে ব্যবহৃত মাাহিন্দ্র পিক আপ ভ্যান জব্দ করে র্যাব।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে-অনুসন্ধানে জানা গেছে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।