পূর্বাভাস থাকলেও দেখা নেই বৃষ্টির
২ জুলাই ২০২০ ১২:৪৩
ঢাকা: বর্ষায় যতটা বৃষ্টি হওয়ার কথা এবার ততটা বৃষ্টির দেখা মিলছে না কোথাও। উল্টো গরম বাড়ছে ঢাকা ও এর আশপাশে। তবে আবহাওয়া অফিস বলছে, আগামী শনিবার থেকেই টানা বৃষ্টি ঝরা শুরু হতে পারে।
বৃহস্পতিবার (২ জুলাই) আবহাওয়া অধিদফতর এমন আভাস দিয়েছে।
আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, ‘শনিবার থেকে বৃষ্টি বাড়বে। আগামী সপ্তাহে টানা তিনদিন বৃষ্টি হতে পারে।’
এদিকে আবহাওয়া অধিদফতরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অর্ধেক অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে।
দেশের ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর মাঝারি অবস্থায় বিরাজ করছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।