Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় রেকর্ড ৫২ হাজার আক্রান্ত


২ জুলাই ২০২০ ১৫:৪৮ | আপডেট: ২ জুলাই ২০২০ ১৮:৩৫

নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৮৯৮ জন। খবর এএফপি, সিএনএন।

বৃহস্পতিবার (২ জুলাই) পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৮০ হজার। যা সংক্রমণের সংখ্যায় একক দেশ হিসেবে বিশ্বে সর্বোচ্চ।

এদিকে, টানা কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজার বা তার আশেপাশে ছিল সবশেষ ২৪ ঘণ্টায় এ সংখ্যা ৫০ হাজার ছাড়াল।

একই সময়ে দেশটিতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ৭০৬ জনের। সে হিসেবে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩০ হাজারে। মৃতের সংখ্যায়ও বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে হৌস্টন, টেক্সাস, ফোনিক্স ও অ্যারিজোনাসহ বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালগুলোতে কোভিড-১৯ উপসর্গ নিয়ে রোগী ভর্তির পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে।

পাশাপাশি, আক্রান্তের সংখ্যা বাড়তির দিকে থাকায় বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা থেকে সরে এসেছে ক্যালিফোর্নিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যের প্রশাসনিক কর্তৃপক্ষ।

মাস্কে আপত্তি নেই, ট্রাম্পের আপত্তি বাধ্যবাধকতায়

কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর