Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার উপর্সগ নিয়ে খাগড়াছড়িতে এক ব্যক্তির মৃত্যু


৩ জুলাই ২০২০ ১৯:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি: করোনার উপর্সগ নিয়ে খাগড়াছড়িতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জেলার রামগড় উপজেলার রামগড় আবাসিক এলাকার বাসিন্দা রতন মজুমদার (৫৬)।

জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান তিনি গতকাল রাত ১০টার দিকে মৃত্যৃ বরণ করেছেন। তার স্যাম্পল নিয়ে চট্টগ্রাম পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট এলে বলা যাবে করোনা কারণে মারা গিয়েছেন কি না?

বৃহস্পতিবার খাগড়াছড়িতে নতুন করে শনাক্ত হয়েছে ১১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৬৭ জন। নতুন করে আক্রান্তদের মাঝে খাগড়াছড়ি সদর উপজেলার ৮ জন, দিঘীনালা, পানছড়ি ও মাটিরাঙা উপজেলার ১ জন করে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।

বিজ্ঞাপন

এর আগে খাগড়াছড়িতে এক আনসার সদস্যসহ তিনজন করোনায় মারা যান।

করোনা উপসর্গ করোনাভাইরাস খাগড়াছড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর