Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসি প্রত্যাহার


৪ জুলাই ২০২০ ১৪:২৫

জয়পুরহাট: ঘুষ, দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে থানা থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল
ইসলাম ওসির বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ এনে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শুক্রবার রাতে ওসি ওবায়েদকে আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা
হয়। সেইসঙ্গে পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম মালিককে ওসির চলতি দায়িত্ব বুঝে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এব্যাপারে পুলিশ সুপার ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হযেছে বলেও জানান পুলিশ সুপার।

আক্কেলপুরের ওসি প্রত্যাহার জয়পুরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর