Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হালনাগাদ তথ্য নিয়ে ঔষধ প্রশাসনে গণস্বাস্থ্যের প্রতিনিধিরা


৫ জুলাই ২০২০ ১৩:১০

ঢাকা: অ্যান্টিবডি কিটের হালনাগাদ তথ্য সম্পর্কে অবহিত করতে ‘জিআর কোভিড-১৯ অ্যান্টিবডি ডট ব্লোট কিট’ প্রকল্পের বিজ্ঞানীরা ঔষধ প্রশাসন অধিদফতরে গেছেন। তারা সেখানে অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন।

রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তারা সেখানে যান। প্রতিনিধি দলে আছেন গণবিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের প্রধান এবং ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট কিট’ প্রকল্পের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল, প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

বিজ্ঞাপন

এর আগে, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী সারাবাংলাকে জানিয়েছিলেন, অ্যান্টিবডি কিটের আপডেট নথিসহ গণস্বাস্থ্য বিজ্ঞানীদের যেতে বলেছে ঔষধ প্রশাসনের মহাপরিচালক (ডিজিডিএ)।

রোববার (৫ জুলাই) সকালে ড. বিজন কুমার শীল সারাবাংলাকে বলেন, ‘উনারা (ঔষধ প্রশাসন) আমাদের ডেকেছে। আমরা যাব।’ দুপুর পৌনে ১টায় ডা. মুহিব উল্লাহ খোন্দকার সারাবাংলাকে ক্ষুদে বার্তা পাঠিয়ে বলেন, ‘আমরা ঔষধ প্রশাসনে পৌঁছে গেছি।’

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের সেনসিটিভিটি গ্রহণযোগ্য মাত্রায় না হওয়ায় কিটের অনুমোদন দেয়নি ঔষধ প্রশাসন অধিদফতর। কিটটির সেনসিটিভিটির নির্ধারিত মাত্রা শতকরা ৯০। কিন্তু তাদের কিটের সেনসিটিভিটি মাত্রা ছিল ৬৯ দশমিক ৭।

কিটের সেনসিটিভিটি মাত্রা বাড়াতে কাজ করে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা। সেই কাজের অগ্রগতি জানাতেই রোববার ঔষধ প্রশাসনে গেছেন তারা।

এন্টিবডি ঔষধ প্রশাসন অধিদফতর গণস্বাস্থ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর