Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে মাস্কবিহীন যাত্রীদের হামলায় বাস চালকের মৃত্যু


৬ জুলাই ২০২০ ২১:৫০

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাইয়ন শহরে মাস্ক ব্যবহারে রাজি না হওয়া কয়েকজন যাত্রীর হামলায় এক বাস চালকের মৃত্যু হয়েছে। খবর বিবিসি।

পুলিশ জানিয়েছে, রোববার (৫ জুলাই) স্থানীয় সময় রাতে টিকেট ও মাস্ক ছাড়া কয়েকজন লোক বাসে উঠতে চাইলে চালক তাদের উঠতে বাধা দেন। এতে ওই ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি কিল ঘুষি মারে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার পর সোমবার (৬ জুলাই) তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এদিকে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে বিবিসি জানাচ্ছে, ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।

অন্যদিকে, সহকর্মীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর প্রতিক্রিয়ায় ওই অঞ্চলের বাস চালকরা কর্মবিরতি শুরু করেছেন। অঞ্চলটিতে সকল ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাইয়ন অঞ্চলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ফ্রান্স বাইয়ন মাস্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর