Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে অনলাইন কোরবানি পশুর হাট চালু, স্বস্তি ক্রেতা-বিক্রেতার


৮ জুলাই ২০২০ ১৬:০৪

হিলি (দিনাজপুর): ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছর এই সময় সারাদেশে কোরবানি পশুর হাট জমজমাট হয়ে ওঠে। খামারি ও ব্যবসায়ীরা এই সময়টার জন্য সারাবছর অপেক্ষা করে থাকেন। কিন্তু এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। করোনা মহামারীর কারণে মানুষের জীবনের অনেক হিসাব পালটে গেছে। তাই পশুর হাটেও ক্রেতাদের আনাগোনা নেই। তবে এই পরিস্থিতিতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য স্বস্তির ব্যাপার হলো ‘অনলাইন কেনাকাটা’। দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হিলিতে চালু হয়েছে অনলাইন পশুর হাট। হাকিমপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে অনলাইন পশুর হাট চালু করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, ‘অনলাইন কোরবানি পশুর হাট হাকিমপুর’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। উপজেলার খামারি, ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্বসহ নানা পেশার মানুষ যুক্ত আছেন সেখানে। খামারিদের বিক্রয়যোগ্য পশুর ছবি, সম্ভাব্য ওজন, বিক্রেতার নাম-ঠিকানা,মোবাইল নাম্বারসহ পোস্ট করা হচ্ছে অ্যাকাউন্টে। সেখান থেকে ক্রেতারা তাদের পছন্দমতো পশু কিনতে পারছেন।

বিজ্ঞাপন

হিলির আলীহাট ইউনিয়নের খামারি আবু রাইহান ও আরমানের বলেন, ‘গত বছর আমরা কোরবানি পশু বিক্রি করে লাভবান হয়েছিলাম। এবারও সেই লাভের আশায় গরু, ছাগল পালন করেছি। তবে করোনার কারণে পশু বিক্রি নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম। অনলাইন কোরবানি পশুর হাট চালু করায় কিছুটা স্বস্তি পেয়েছি। বিক্রি করা পশুর ছবি, বিক্রেতার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে ফেসবুকে পোস্ট দিলে ক্রেতারা বাড়িতে এসে পশু নিয়ে যাচ্ছেন। যদি এই অনলাইন কার্যক্রম চালু থাকে তাহলে সবগুলো পশু বিক্রি করা যাবে বলে মনে হচ্ছে।’

হাকিমপুর উপজেলা পশু চিকিৎসক ডা. রতন কুমার ঘোষ জানান, ‘অনলাইন পশুর হাটে কেনাকাটা ভালোই চলছে। কেউ যেন প্রতারিত না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। অনলাইন কেনাকাটার মাধ্যমে খামারি ও ক্রেতা উভয়ের স্বস্তি মিলছে।’

হাকিমপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ জানান, ঈদ উপলেক্ষে এবার ৬ হাজার কোরবানি পশুর চাহিদা থাকলেও এখানকার খামারিরা ৯ হাজারের বেশি পশু পালন করেছে। প্রাণী সম্পদ অফিসের পরামর্শে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পশু পালন করা হয়েছে। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে কোরবানি পশুর হাটে যেন মানুষকে যেতে না হয় সেজন্য আমরা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে অনলাইন কোরবানি পশুর হাট চালু করেছি। অনলাইন পশু কেনাকাটায় স্থানীয়রা বেশ সাড়া দিচ্ছেন।’

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, করোনাকালে উপজেলা প্রাণী সম্পদ অফিস ভালো একটি উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ উপজেলার প্রান্তিক থেকে সব ধরনের খামারিদের উপকারে আসবে।

কোরবানি পশুর হাট হিলি হিলিতে অনলাইন পশুর হাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর