রেড জোনে একমাত্র ভরসা ‘গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাব’
১৩ জুলাই ২০২০ ১৪:৩৩
নারায়ণগঞ্জ: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় নারায়ণগঞ্জকে কোভিড-১৯ এর হটস্পট ও রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এরমধ্যেই এই জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় ৬ হাজার। করোনার অন্যতম হটস্পট হিসেবে ঘোষিত এই এলাকায় শুরুতে ছিলো না কোভিড-১৯ নমুনা পরীক্ষার জন্য কোনো পিসিআর ল্যাব। ঢাকার ল্যাবগুলোই ছিল এখানকার মানুষদের ভরসা। তবে পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) ও গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নিজস্ব অর্থায়নে স্থাপিত গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাব নারায়ণগঞ্জবাসীকে আশার আলো দেখিয়েছে। রেড জোনের স্বাস্থ্যসেবায় নারায়ণগঞ্জবাসীর কাছে একমাত্র ভরসা হয়ে উঠেছে ল্যাবটি।
শুধু নারায়ণগঞ্জবাসী নয়, গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাবের সুফল পাচ্ছেন আশপাশের জেলার মানুষও। র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গাজী পিসিআর ল্যাবে বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা করাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গাজী পিসিআর ল্যাবে মোট প্রায় সাড়ে ১৮ হাজার করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রাণঘাতি করোনা মোকাবিলায় গাজী গ্রুপের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সবাই।
জানা গেছে, গাজী গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত এই করোনাভাইরাস পরীক্ষার ল্যাব শুধু রূপগঞ্জের জন্য না, এখান থেকে সারা নারায়ণগঞ্জের মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জের আশেপাশের জেলার ব্যক্তিদের করোনাভাইরাস পরীক্ষাও করা হচ্ছে এখানে। অর্থায়নের পাশাপাশি পুরো কার্যক্রমই গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা তদারকি করছেন।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘গাজী পিসিআর ল্যাবের সুফল পাচ্ছেন নারায়ণগঞ্জসহ আশপাশের জেলার মানুষ। ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের দ্রুত শনাক্ত করা যাচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের আইসোলশনে রাখা হচ্ছে। যে বাড়িতে করোনা রোগী শনাক্ত হচ্ছে সেখানে প্রশাসন দ্রুত লকডাউন করতে পারছে।’
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ জেলায় আগে কোনো পিসিআর ল্যাব ছিল না। যে কারণে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা সময়সাপেক্ষ হয়ে যেত। কিন্তু গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাবের কারণে এখন অনেক উপকার হচ্ছে। প্রতিদিন সেখানে বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে। আগে ৬/৭ দিন রিপোর্টের জন্য অপেক্ষা করতে হয়েছে। এখন ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাচ্ছে।’
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন বলেন, ‘প্রতিদিন আমরা বেশি বেশি করে স্যাম্পল দিতে পারছি এবং রোগীদের শনাক্ত করে সেবা দিতে পারছি। নমুনা পরীক্ষার ফল দ্রুত পাওয়ায় চিকিৎসা ব্যবস্থাও গতি পেয়েছে। যখন চারদিক অন্ধকার ছিলো তখন গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাবই আমাদের আশার আলো দেখিয়েছে।’
ইউ-এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম শফিকুল ইসলাম জানান, ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এখানে নমুনা পাঠানো হচ্ছে। সবকিছুই ঠিকঠাকভাবে চলছে এখানে।
রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহেদ আলী বলেন, ‘বেসরকারি পর্যায়ে স্থাপিত গাজী পিসিআর ল্যাবে সকল নমুনা শতভাগ বিনামূল্যে পরীক্ষা করা হয়। আজ রূপগঞ্জে ল্যাবটি থাকায় নারায়ণগঞ্জের এবং রূপগঞ্জের জনসাধারণকে ঢাকামুখী হতে হচ্ছে না।’
পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার ছেলে গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পাকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, ‘জনগণ ল্যাবের সুফল পাচ্ছে। বিশেষ করে করোনার হটজোন রূপগঞ্জের মানুষ নমুনা দেওয়ার হয়রানি থেকে মুক্তি পেয়েছে।’
গাজী পিসিআর ল্যাবের সুফল পাওয়া করোনাজয়ী রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য রিটন প্রধান বলেন, ‘পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা সঠিক সময়ে সঠিক উদ্যোগ নিয়েছেন। তাদের অবদানে শুধু রূপগঞ্জ নয় নারায়ণগঞ্জসহ আশেপাশের জেলাগুলোয় যারা করোনা টেস্টের অভাবে অবহেলিত ছিলো, তারাও টেস্টের আওতায় এসেছে। গাজী পিসিআর ল্যাবের মাধ্যমে বহুপ্রাণ রক্ষা পাচ্ছে।’
উল্লেখ্য, গত মার্চ মাস থেকেই জেলায় একটি করোনা শনাক্তের ল্যাব স্থাপনের দাবি জানিয়ে আসছিল নারায়ণগঞ্জবাসী। তবে ল্যাব বসানোর জন্য কোন রিসার্চ সেন্টার কিংবা জায়গা পাওয়া যাচ্ছিল না। পরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর একান্ত চেষ্টায় করোনা পরীক্ষার ল্যাব পায় নারায়ণগঞ্জবাসী। গাজী গ্রুপের উদ্যোগে দেশের প্রথম বেসরকারি করোনাভাইরাস শনাক্তকরণ পিসিআর ল্যাব প্রতিষ্ঠা করা হয় রূপগঞ্জের কাঞ্চন এলাকার বেস্টওয়ে সিটিতে। এতে সহায়তা করছে ইউএস বাংলা মেডিকেল কলেজ এবং রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আরও পড়ুন:
বস্ত্র ও পাটমন্ত্রীর উদ্যোগ: না.গঞ্জেই শনাক্ত হবে করোনা রোগী
রূপগঞ্জের গাজী পিসিআর ল্যাবে ১৮ হাজার ছাড়াল করোনা পরীক্ষা
কোভিড-১৯ গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাব নারায়ণগঞ্জ রেড জোন হটস্পট