সারাবাংলা ডেস্ক
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিয়েছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বাগদাদে এক সম্মেলনে বলেন, ‘ইরাক-সিরিয়া সীমান্ত এখন সম্পূর্ণ ইরাকি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।’
তিনি বলেন, ‘এই জঙ্গী গোষ্ঠী আমাদের সভ্যতাকে ধ্বংস করতে চেয়েছিল। ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে আমরা জয় ছিনিয়ে এনেছি।’
এ দিকে ইরাকি সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাক এখন সম্পূর্ণ আইএস মুক্ত ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরাকের এ ঘোষণার মাত্র দু’দিন আগে রাশিয়াও সিরিয়াকে আইএস মুক্ত ঘোষণা করে।
নভেম্বরে সর্বশেষ আইএসের নিয়ন্ত্রণে থাকা রাওয়া শহর পুনরুদ্ধারের পরে সিরিয়া সীমান্তে আইএসের কিছু বিক্ষিপ্ত ঘাঁটি ছিল। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইরাকের এই জয়কে স্বাগত জানিয়ে সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে বলে জানান।
২০১৪ সালে ইসলামিক স্টেট নাম নিয়ে জঙ্গি সংগঠনটি ইরাক ও সিরিয়া অঞ্চল দখল করে খিলাফত ঘোষণা করে। আইএসের নিয়ন্ত্রণে থাকা এসব স্থানে ১ কোটির বেশি মানুষের বসবাস। গত দুই বছরে জঙ্গি সংগঠনটি তাদের নিয়ন্ত্রণে থাকা প্রধান ভূখণ্ডগুলো হারাতে থাকে।
সারাবাংলা/ এমএচটি/একে