Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক লাখ গাছ লাগানোর ঘোষণা দিল ডায়মন্ড সিমেন্ট


১৫ জুলাই ২০২০ ২০:১১

চট্টগ্রাম ব্যুরো: বৃক্ষ রোপণের চলতি মৌসুমে চট্টগ্রাম অঞ্চলে ১ লাখ গাছের চারা রোপণের ঘোষণা দিয়েছে দেশের অন্যতম সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নারকেল, তাল, আম, পেঁয়ারা, জলপাই, লেবু, বকুল, আমলকিসহ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করা হবে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস চত্বরে প্রতিষ্ঠানটির মাসব্যাপী বৃক্ষেরাপন কর্মসূচির উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী।

বিজ্ঞাপন

এসময় জেলা প্রশাসক বলেন, ‘দেশের ১৭ কোটি মানুষের প্রত্যেকে যদি একটি করে গাছ রোপণ করে তাহলে দেশ সবুজে ভরে যাবে। অক্সিজেন পাবার জন্য হলেও আমাদের বেশি করে গাছ রাগানো উচিৎ। ডায়মন্ড সিমেন্ট একটি শিল্প প্রতিষ্ঠান। তারা দেশের স্বার্থে গাছ লাগানোর উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন। তাদের এই কর্মকাণ্ড খুবই প্রশংসনীয়।’

হাকিম আলী বলেন, ‘পরিবেশের অকৃত্রিম বন্ধু গাছ। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বেশি করে ফলজ, বনজ, ঔষধি গাছের চারা লাগানো এবং যত্ন নেওয়া উচিত। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে হলেও আমাদের গাছ লাগানো প্রয়োজন।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্ট গ্রুপের মহাসচিব এস এম হোসেন, অতিরিক্ত মহাসচিব মো. ইব্রাহিম, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সাধারণ সম্পাদক ইউসুফ খান মাহমুদ, সিমেন্ট ব্যবসায়ী আলী আকবর, মো. শাহাবুদ্দিন, এস এম সরওয়ার হোসেন, মাঈন উদ্দিন রিপন, ডায়মন্ড সিমেন্টের উপ মহা ব্যবস্থাপক (বিপণণ) মো. আবদুর রহিম, সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয়) মো. কামরুজ্জামান ও শরীফুল ইসলাম চৌধুরী, জ্যেষ্ঠ্য ব্যবস্থাপক (করপোরেট) দীপ্তিমান দাশ, ব্যবস্থাপক (বিক্রয়) এম এ মোতালেব, ব্যবস্থাপক (টেকনিক্যাল সার্ভিস) ইশতিয়াক মাহমুদ রায়হান, ব্যবস্থাপক (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) আমানউল্লাহ চৌধুরী, সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) বেলাল আহমেদ এবং সহকারী ব্যবস্থাপক (ক্রেডিট কন্ট্রোল) আবুল মনসুর আহমেদ।

বিজ্ঞাপন

খবর গাছ রোপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর