মামলা লড়তে ব্রিটেন ফিরতে পারবেন শামীমা
১৬ জুলাই ২০২০ ১৮:২৬
নাগরিকত্বের বৈধতা সংক্রান্ত একটি মামলা লড়তে ব্রিটেন ফিরতে পারবেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম। খবর বিবিসি।
ব্রিটেনের একটি আপিল আদালত এ ব্যাপারে রায় ঘোষণা করেছে।
আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর সক্রিয় এই সদস্যকে ২০১৯ সালে একটি শরণার্থী শিবির থেকে আবিষ্কার করার পর ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা ইস্যুতে তার নাগরিকত্ব বাতিল করেছিল।
তারও আগে, ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে ব্রিটেন থেকে পালিয়ে সিরিয়া গিয়ে আইএস-এ যোগ দিয়েছিলেন শামীমা।
পরে, আপিল আদালতে শামীমা’র একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় ঘোষণা করা হলো। এ ব্যাপারে আপিল আদালত জানিয়েছে, শরণার্থী শিবিরে থাকার কারণে সুষ্ঠুভাবে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন শামীমা।
এদিকে শামীমা তার আবেদনে জানিয়েছে, আইনি মোকাবিলা না করেই তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত তার প্রতি অন্যায়। কারণ, চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রিটেন তার নাগরিকত্ব বাতিলের আইনি ঘোষণা দেওয়ার সময় তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ছিলেন কিন্তু ব্রিটেনের ওই সিদ্ধান্তের পরপরই বাংলাদেশের পক্ষ থেকেও তার নাগরিকত্ব বাতিল করা হয়। ব্রিটেনের ওই সিদ্ধান্তে তিনি বর্তমানে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত হয়েছেন।
অন্যদিকে, এই মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বর্তমান অবস্থান থেকে ব্রিটেনের আদালতে হাজির করার সমস্ত দায় দায়িত্বও ব্রিটেনের সরকারি কর্তৃপক্ষকেই নিতে হবে বলে আপিল আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।