৭২ ঘণ্টায় করোনা পরীক্ষার ফল দিতে নির্দেশ
১৭ জুলাই ২০২০ ০০:৫৬
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিনের মধ্যে দেওয়ার নির্দেশনা দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরিনের সেই করা এক চিঠিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
১০ জুলাই পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশের ভিত্তিতে চিঠিতে জানানো হয়, পরীক্ষার নমুনা সংগ্রহ থেকে ফলাফল পাওয়া পর্যন্ত অনেক সময় লেগে যাচ্ছে। নমুনা পরীক্ষার ফল দ্রুত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নমুনা পরীক্ষার ফল ৭২ ঘণ্টার মধ্যে আইইডিসিআরে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে।
কারিগরি পরামর্শক কমিটির এই নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য অধিদফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা দিতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
করোনা পরীক্ষা করোনা পরীক্ষার রিপোর্ট কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি