Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনভর ভ্যাপসা গরম আর ছিটেফোঁটা বৃষ্টির আভাস


১৭ জুলাই ২০২০ ১০:৫৫ | আপডেট: ১৭ জুলাই ২০২০ ১৪:২৫

ঢাকা: দিনভর দেশের অধিকাংশ স্থানেই কোথাও ছিটেফোঁটা, কোথাও হালকা-থেকে মাঝারি, আবার কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এমন বৃষ্টিপাতের প্রভাবেও তাপমাত্রা রাতের তুলনায় দিনে বাড়বে। সেই সঙ্গে থাকবে ভ্যাপসা গরমও।

শুক্রবার (১৭ জুলাই) সকালে সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি বলেন, ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে হালকা-মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বেশিরভাগ স্থানে ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে। মানে এই আছে এই নেই। তবে কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি প্রায় না থাকায় গরমটা বাড়তে পারে বলে আশঙ্কা আছে। বজলুর রশিদ বলেন, দিনভর সূর্য-মেঘের লুকোচুরি অব্যাহত থাকবে। আর থাকবে ভ্যাপসা গরম। ফলে দিনে তাপমাত্রা কমবে না, বরং বাড়তে পারে। তাপমাত্রা অনুভূত হবে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রাতে গিয়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে নদী বন্দরগুলোকে।

টপ নিউজ বৃষ্টিপাত বৃষ্টির আভাস ভ্যাপসা গরম মেঘ-রোদ্দুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর