করোনায় মারা গেলেন কুষ্টিয়া হাসপাতালের চিকিৎসক
১৭ জুলাই ২০২০ ১২:৩৬
মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের চিকিৎসক এস এম নুর উদ্দীন রুমি (৪৭) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৪ জুলাই করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে পরদিন ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৮ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এস এম নুর উদ্দীন রুমি দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দারিয়াপুর গ্রামের বাসিন্দা মৃত আবু ইলিয়াসের ছেলে। সেবাপরায়ণ চিকিৎসক হিসেবে এলাকায় বেশ সুনাম আছে তার। করোনাকালে সম্মুখ যোদ্ধা হিসেবে রোগীদের পাশে ছিলেন তিনি।