Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে ফের দৈনিক শনাক্তের রেকর্ড


১৭ জুলাই ২০২০ ১৪:৫৭

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক ৭৭ হাজার ২১৭ জন শনাক্ত হয়েছেন। খবর রয়টার্স।

দেশটির ফ্লোরিডা, সাউথ ক্যারোলিনা ও টেক্সাস অঙ্গরাজ্যে সংক্রমণ হার সবচেয়ে বেশি। এছাড়াও, ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। জুনের ১০ তারিখের পর এই মৃতের সংখ্যাও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, শুক্রবার (১৭ জুলাই) পর্যন্ত দেশটি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক লাখ ৪১ হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে। যেভাবে দ্বিতীয় দফা সংক্রমণ বাড়ছে তাতে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। নতুন রোগী বাড়তে থাকায় বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে।

এর আগে, এপ্রিলে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওই সময় দৈনিক গড়ে দুই হাজার মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। মে মাসে মৃত্যুহার কিছুটা কমে দৈনিক এক হাজারের কাছাকাছি আসে। জুন মাস নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃত্যু এক হাজারের নিচে নেমে এসেছিল।

কিন্তু, জুলাই মাসে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে।

যদিও, নভেল করোনাভাইরাস মোকাবিলায় শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে কড়াকড়ি আরোপ, বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা, স্কুল বা ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয় নিয়ে দেশটির জনগণ এখনও দ্বিধাবিভক্ত।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি জনগণের এই দ্বিধা দূরে ঠেলে রোগ নিয়ন্ত্রণে একজোট হয়ে কাজ করার অনুরোধ জানিয়েছেন।

ড. অ্যান্থনি ফাউচি বলেন, বর্তমান পরিস্থিতিতে ঠিক-ভুলের বিচার করা কঠিন। বরং যা হয়েছে তা মেনে নিয়ে নতুন করে শুরু করতে হবে। অর্থহীন কথা বন্ধ করে, কীভাবে এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে সকলকে ভাবতে হবে।

প্রসঙ্গত, শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ স্থানীয় সময় বিকেল তিনটা পর্যন্ত যুক্তরাষ্ট্রে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ আক্রান্ত হিসেবে মোট ৩৬ লাখ ৯৫ হাজার ৪৬৯ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যায় বিশ্বে প্রথমস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস যুক্তরাষ্ট্র


বিজ্ঞাপন
সর্বশেষ

৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
১১ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৬

সম্পর্কিত খবর