নাটোরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
১৮ জুলাই ২০২০ ১৬:২১
নাটোর: জেলার সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা চত্বরে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে চিকিৎসার জন্য দুইজনের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এছাড়া অগ্নিকাণ্ডসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৪ বান্ডিল ঢেউটিনসহ ৭২ হাজার টাকার চেক ও গাভীপালন খাতে সাড়ে চার লাখ টাকার চেক দেওয়া হয়। পরে মুজিববর্ষ উপলক্ষে ২৫ হাজার গাছের চারা বিতরণ এবং বিআরডিবির ঋণ উৎসবে ঋণগ্রহীতাদের মাঝে অর্থ বিতরণের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসসহ অন্যরা।