Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি বাদশাহ সালমান হাসপাতালে


২০ জুলাই ২০২০ ১১:২৮

সৌদি আরবের ৮৪ বছর বয়সী বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২০ জুলাই) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা (এসপিএ) এ খবর নিশ্চিত করেছে।

এসপিএ জানায়, পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহের কারণে বাদশাহ সালমানকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে, বাদশাহ’র শারীরিক অবস্থা বা চিকিৎসা প্রক্রিয়া নিয়ে কিছু জানা যায়নি।

এদিকে, বাদশাহ সালমান ২০১৫ সাল থেকে বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ সৌদি আরবের শাসন ক্ষমতা অধিকার করে আছেন।

এর আগে, ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তারও আগে, ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গভর্নর ছিলেন সালমান বিন আব্দুল আজিজ।

অন্যদিকে, বাদশাহ সালমানের ৩৪ বছর বয়সী পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানই মূলত সৌদি আরবের শাসন ক্ষমতার কলকাঠি নাড়েন। ইতোমধ্যেই, তিনি দেশটির অর্থনীতিকে কেবলমাত্র তেল নির্ভরতা থেকে সরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ হাতে নিয়েছেন।

কিং ফরসাল স্পেশালিস্ট হাসপাতাল যুবরাজ মোহাম্মাদ বিন সালমান সৌদি আরব সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর