Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে করোনা কেড়ে নিলো অর্ধশত মানুষের প্রাণ


২০ জুলাই ২০২০ ১৪:৫০ | আপডেট: ২০ জুলাই ২০২০ ১৭:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৮ জনে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৯২৮ জন। ফলে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন হয়েছে।

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের (২০ জুলাই) বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এই তথ্য জানান। তিনি জানান, মৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছে।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের দিনের নমুনাসহ মোট পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩৬২টি নমুনা। আগের দিন ১০ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। আর এ পর্যন্ত পরীক্ষা হলো ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি নমুনা।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে হাজার ৯২৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে কোভিড শনাক্তের হার ২১ দশমিক ৯১ শতাংশ। আর সার্বিক হিসাবে নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯১৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জনে। করোনা শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৫০ জন মারা যাওয়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৮ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে সর্বোচ্চ ২০ জনের বয়স ষাটোর্ধ্ব। দ্বিতীয় সর্বোচ্চ ১১ জনের বয়স চল্লিশের বেশি। এছাড়া ৫০ বছরের বেশি বয়সী ৯ জন, ৭০ বছরের বেশি বয়সী চার জন, ৮০ বছরের বেশি বয়সী দু’জন ও ৯০ বছরের বেশি বয়সী একজন মারা গেছেন। বাকিদের মধ্যে ১০ বছরের বেশি, ২০ বছরের বেশি ও ৩০ বছরের বেশি একজন করে মারা গেছেন।

২৪ ঘণ্টায় মৃতদের বিভাগভিত্তিক তথ্য বলছে, সর্বোচ্চ ২১ জন ঢাকা বিভাগের, ১০ জন খুলনা বিভাগের, সাত জন চট্টগ্রাম বিভাগের, পাঁচ জন রাজশাহী বিভাগের, তিন জন সিলেট বিভাগের এবং দু’জন করে রয়েছেন রংপুর ও বরিশাল বিভাগের। এদের মধ্যে ৪২ জন মারা গেছেন হাসপাতালে, আট জনের মৃত্যু হয়েছে বাসায়।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ। চার মাস ১০ দিন পর গত ১৮ জুলাই করোনা সংক্রমণ দুই লাখ পেরিয়ে যায়। এর আগের দিন ১৭ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু পেরিয়ে যায় আড়াই হাজার। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৬৪ জন মারা গেছেন গত ৩০ জুন।

প্রাণঘাতী এই করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দফায় দফায় সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ছুটি শেষ হয় ৩১ মে। এরপর থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি অফিস চালু রাখা হয়েছে। তবে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান।

করোনা করোনা মোকাবিলা করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর