Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নেতাদের শুভেচ্ছাপত্র প্রধানমন্ত্রীর


২২ জুলাই ২০২০ ০৯:১৭

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সারাদেশে বিভিন্ন পর্যায়ের নেতাদের ডাকযোগে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ যে পৃথিবীর কাছে আজ উন্নয়নের রোল মডেল এর কৃতিত্বের পুরোটাই তিনি নেতাকর্মীদের দিয়েছেন। চিঠিতে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, জাতির পিতার সোনার বাংলা অদূর ভবিষ্যতে পৃথিবীর মানচিত্রে উন্নত বিশ্বের মর্যাদায় আসীন হবে। আর জন্য নেতাকর্মীদের জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে অকুতোভয় সৈনিক হওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর চিঠি

প্রিয় ভাই/বোন
আসসালামু আলাইকুম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকীতে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। স্বজন হারিয়ে ১৯৮১ সালে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আপনাদের কাছে এসেছিলাম। আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের কাজ করার জন্য। এ প্রসঙ্গে আমি স্মরণ করিয়ে দিতে চাই, আমরা আজ যে স্বাধীন দেশে বাস করছি, আমাদের যে লাল-সবুজের জাতীয় পতাকা শোভা পাচ্ছে তার পেছনে রয়েছে অনেক ত্যাগের ইতিহাস। জাতির পিতাই এক্ষেত্রে সবচে’ বেশি ত্যাগ স্বীকার করেছিলেন।

বাংলাদেশ আজ পৃথিবীর কাছে উন্নয়নের রোল মডেল। এই কৃতিত্বের পুরোটাই আপনাদের সকলের। জাতির পিতার সোনার বাংলা অদূর ভবিষ্যতে পৃথিবীর মানচিত্রে উন্নত বিশ্বের মর্যাদায় আসীন হবে। আপনারা হবেন জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের অকুতোভয় সৈনিক।

মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আমৃত্যু নিরলস কাজ করে যেতে পারি।

বিজ্ঞাপন

খোদা হাফেজ
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা

চিঠি ডাকযোগে নেতাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারক কর্নার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর