Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহবুবুল হক চিশতিসহ ৬ জনের মামলার প্রতিবেদন ১৬ আগস্ট


২৩ জুলাই ২০২০ ০৩:৪৭

ঢাকা: পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিসহ ছয় জনের বিরুদ্ধে ৬২ কোটি ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২২ জুলাই) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলার এজহার গ্রহণ করে এ প্রতিবেদন দাখিলের জন্য তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত মঙ্গলবার (২০ জুলাই) দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২১ জুলাই) কমিশন মামরা দায়েরের অনুমোদন দেয়।

চিশতি ছাড়া যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন, বকশিগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক চিশতি, পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান (বর্তমানে চাকুরিচ্যুত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, আল ফারুক ব্যাগস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আল ফারুক, ব্যবস্থাপনা পরিচালক মো: রেদওয়ানুল কবির চৌধুরী ও পরিচালক নিম্মি কবির চৌধুরী।

অর্থ আত্মসাত মাহবুবুল হক চিশতী


বিজ্ঞাপন
সর্বশেষ

চবিতে অনলাইনে চলবে ক্লাস
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৩

ডেঙ্গু : চট্টগ্রামে প্রাণ গেল ২ নারীর
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০০

রাফির নায়িকা তানজিন তিশা
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৯

সম্পর্কিত খবর