Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাঙ্গেরিতে সম্পাদকের চাকরিচ্যুতির প্রতিবাদে সাংবাদিকদের পদত্যাগ


২৫ জুলাই ২০২০ ০২:৫৯

হাঙ্গেরির শীর্ষ অনলাইন নিউজপোর্টাল ‘ইনডেক্স’- এর প্রধান সম্পাদককে চাকরিচ্যুত করার প্রতিবাদে প্রতিষ্ঠানটির ৭০ জনেরও বেশি সাংবাদিক চাকরি ছেড়েছেন। শুক্রবার (২৪ জুলাই) ইনডেক্সের শীর্ষ তিন সম্পাদকসহ বেশিরভাগ সংবাদকর্মী তাদের পদত্যাগের সিদ্ধান্ত জানান। হাঙ্গেরির সবচেয়ে বড় ডিজিটাল সংবাদমাধ্যম ইনডেক্সের ওপর সরকারের ক্রমবর্ধমান চাপের প্রতিবাদ করায় দুই দিন আগে প্রধান সম্পাদক জাবক্স ডালকে চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। খবর বিবিসি, ব্লুমবার্গ।

বিজ্ঞাপন

শুক্রবার প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা প্রধান সম্পাদকের চাকরিচ্যুতির প্রতিবাদে পদত্যাগ করেন। সাংবাদিকরা বলছেন, প্রধান সম্পাদকের চাকরিচ্যুতির ঘটনাটি মূলত সংবাদমাধ্যমটির ওপর একটি ‘সুস্পষ্ট হস্তক্ষেপ’।

সাংবাদিকদের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানী বুদাপেস্টের রাস্তায় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে হাজারেরও বেশি মানুষ জড়ো হয়। এসময় ইনডেক্সের কার্যালয় থেকে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করেন। সাংবাদিকদের পদত্যাগে হাঙ্গেরির সবচেয়ে সফল ডিজিটাল সংবাদমাধ্যম ‘ইনডেক্স’- কার্যত অচল হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত এক দশক ধরে হাঙ্গেরির কট্টর জাতীয়তাবাদী ও সংরক্ষণশীল প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দেশটির স্বাধীন গণমাধ্যমের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন বলে নিয়মিতই অভিযোগ করে আসছেন সেদেশের সাংবাদিকরা। হাঙ্গেরি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ১৮০টি দেশের মধ্যে ৮৯ তম। প্রধানমন্ত্রী আরবান ২০১০ সালে ক্ষমতায় আসার আগে একই সূচকে হাঙ্গেরির অবস্থান ছিলো ২৩ তম।

হাঙ্গেরির অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম ইনডেক্স। প্রতিষ্ঠানটি সেদেশে সবচেয়ে স্বাধীন গণমাধ্যম হিসেবে প্রখ্যাত। তবে গত ২২ জুন প্রধান সম্পাদক জাবক্স ডাল  এক সম্পাদকীয় প্রকাশ করেন। এতে তিনি বলেন, ‘ইনডেক্সে প্রতিষ্ঠানের বাইরে থেকে এমন সব চাপ আসছে, যার ফলে আমাদের পরিচিত সম্পাদকীয় নীতিমালা হয়ত পরিবর্তন করতে হতে পারে’। সম্পাদকীয়টির শিরোনাম ছিলো— ‘ইনডেক্স ইজ ইন ডেনজার’।

ইনডেক্স হাঙ্গেরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর