জয় দিয়েই ইউরো শুরু সুইজারল্যান্ডের
১৫ জুন ২০২৪ ২০:৫৬
গ্রুপ ‘এ’ এর প্রথম ম্যাচে গত রাতে স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েই ইউরো শুরু করেছিল জার্মানি। গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছিল সুইজারল্যান্ড ও হাঙ্গেরি। দুয়া, এবিসের ও এমবোলোর গোলে হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে ইউরোতে শুভ সূচনা করেছে সুইজারল্যান্ডও।
ম্যাচের শুরু থেকেই দাপটের সাথে খেলেছে সুইসরা। ১২ মিনিটের মাথায় লিড পায় তারা। এবিসেরের পাসে বক্সের ভেতর বল পেয়ে ডান পায়ের দারুণ শটে বল জালে জড়ান জাতীয় দলের হয়ে প্রথমবার শুরুর একাদশে মাঠে নামা কোয়াদু দুয়া। প্রথমে অবশ্য অফসাইডের কারণে বাতিল করা হয়েছিল গোলটি। পড়ে ভিএআরের মাধ্যমে গোলের নির্দেশ দেন রেফারি, আনন্দে ভাসে সুইজারল্যান্ড। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত সুইসরা। ডিফেন্ডারের ভুল পাসে বল পেয়ে গোলপোস্টের মুখে দারুণ এক সুযোগ নষ্ট করেছেন ভারগাস।
হাফ টাইমের ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন এবিসের। ফ্রুলেরের পাস বক্সের বাইরে বল পেয়েছিলেন এবিসের। অনেকটা দূর থেকেই দুর্দান্ত এক শটে সুইজারল্যান্ডকে ২-০ গোলে এগিয়ে দেন এবিসের।
বিরতির পর সমতা ফেরানোর চেষ্টায় আক্রমণাত্মক ফুটবল খেলেছে হাঙ্গেরি। ফলটাও আসে ৬৩ মিনিটে। জোবোলাইয়ের ক্রসে লাফিয়ে উঠে দারুণ এক হেডে ব্যবধান কমান ভারগা। ম্যাচে ফেরার আরও চেষ্টা করলেও গোলের দেখা পায়নি হাঙ্গেরি। ৮৯ মিনিটে গোল মিস করেন শাকা। ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে সুইজারল্যান্ডকে স্বস্তির আরেকটি গোল এনে দেন এমবোলো। ডিফেন্ডার ওরবানের ভুলে বল পেয়ে গোল করতে ভুল করেননি এমবোলো।
শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় দিয়েই ইউরো শুরু করল সুইজারল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। গোল ব্যবধানে এগিয়ে থেকে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মানি।
বিস্তারিত আসছে…
সারাবাংলা/এফএম