Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ বালু উত্তোলন বন্ধ করে চাঁদপুর রক্ষার দাবি


২৬ জুলাই ২০২০ ১৯:১৭

চাঁদপুর: অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম। সংগঠনের নেতৃবৃন্দ রবিবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করে এই দাবি তুলে ধরেন।

সংগঠনের সভাপতি মিজান মালিক বলেন, ‘চাঁদপুর আমাদের প্রাণের শহর। আমাদের শেকড় চাঁদপুরে। সেই শহর অব্যাহত নদী ভাঙনে আজ বিলীনের পথে। এসব আমাদের পীড়িত করে। তাই নৈতিক দায় থেকে আমরা এই দাবিতে নেমেছি। আশাকরি সরকার অতিদ্রুত চাঁদপুরকে নদী ভাঙন থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’

বিজ্ঞাপন

সংগঠনের সিনিয়র সহসভাপতি জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ‘চাঁদপুরকে কার্যকরভাবে রক্ষা করতে হলে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। এর কেনো বিকল্প নেই।’

সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ বলেন, ‘১৯৭২ সালেই বঙ্গবন্ধু চাঁদপুর রক্ষা করার ওপর গুরুত্ব দিয়েছিলেন। সেই সময়ের পত্রিকায় এসব খবর স্বাক্ষী হয়ে আছে। সাংবাদিকদের কাজ আন্দোলন করা নয়। কিন্তু বাধ্য হয়েই নিজ জেলাকে রক্ষার জন্য আমরা রাস্তায় নেমেছি।’

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মান্না বলেন, চাঁদপুরের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। চাঁদপুর রক্ষা করতে না পারলে আমরা সেসব ঐতিহ্য হারাবো।’

এসময় সংগঠনের বেশ কিছু সদস্য এবং ঢাকায় বসবাসরত চাঁদপুরের বাসিন্দারা উপস্থিত ছিলেন। চাঁদপুরকে রক্ষায় কার্যকরী পদক্ষেপ দ্রুতসময়ের মধ্যে না নিলে আরও কঠিন আন্দোলনের কর্মসূচি দেবেন বলে ঘোষণা দেন সংগঠনের সদস্যগণ।

চাঁদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর