Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সজীব ওয়াজেদ জয়: সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন


২৬ জুলাই ২০২০ ০৬:৫২

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে ‘সজীব ওয়াজেদ জয়: সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে প্রকাশিত গ্রন্থটির অনলাইন সংস্করণও উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন গ্রন্থের প্রকাশক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গ্রন্থের সম্পাদক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন ও গ্রন্থের পরিকল্পনাকারী ইয়াসিন কবির জয়।

গ্রন্থটির মোড়ক উন্মোচন শেষে সজীয় ওয়াজেদ জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে নিঃশব্দে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়।’

মন্ত্রী বলেন, ‘দেশের লাখ লাখ তরুণ এখন ঘরে বসে আয় করছে। প্রতিযোগিতা করছে গোটা বিশ্বের সঙ্গে। লাখ লাখ তরুণের মাঝে এ স্বপ্ন বুনে দিয়েছেন সজীব ওয়াজেদ জয়।’ মেধাবী তারুণ্যের হাত ধরেই বাংলাদেশ সমৃদ্ধির সোনালি সোপানে পৌঁছবে বলে তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা দেশের চলমান উন্নয়ন কার্যক্রমে ক্ষণিকের ছন্দপতন ঘটালেও দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল দূর্যোগ মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির লক্ষ্যে।

বইটি প্রকাশের পটভূমি তুলে ধরে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘সারাদেশের তরুণদের কাছে সজীব ওয়াজেদ জয় ভাইয়ের যে কর্মকাণ্ড, তার যে ভিশন-মিশন, তার যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটি তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। সজীব ওয়াজেদ জয় একজন তরুণ, একজন ভিশনারি লিডার এবং দেশের জন্য ওনি যে অসামাণ্য অবদান রেখেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার যে আধুনিক রূপ, ডিজিটাল বাংলাদে বিনিমার্ণের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তার প্রজ্ঞা এবং মেধা কর্মকাণ্ডগুলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে দেশবাসীর কাছে তুলে ধরার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

বিজ্ঞাপন

বইটির সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এবং বইটি প্রকাশে সামগ্রিক পরিশ্রম করেছেন ইয়াসিন কবির জয় বলেও জানান পলক।

ওয়াজেদ জয় প্রকাশ বই সজীব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর