Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পায়রা বন্দরের কাজে গতিশীলতা এসেছে’


২৭ জুলাই ২০২০ ০০:৩৯

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের পায়রা সমুদ্রবন্দরের কাজে গতিশীলতা এসেছে। শিগগিরই বন্দরকে দৃশ্যমান জায়গায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার (২৬ জুলাই) পায়রা সমুদ্রবন্দর পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি।

পায়রা বন্দরের সম্মেলন কক্ষে বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, তিনি স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। করোনা পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী বলেছেন, একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন হচ্ছে। স্টেপ বাই স্টেপ কাজ হবে। আগামী প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী কাজ করছেন।’

দায়িত্ব নিয়ে কাজ করতে কর্মকর্তাদের আহবান জানিয়ে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘কাজের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হবে।’

বৈঠকে জানানো হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে এপর্যন্ত ৭৩টি জাহাজ পায়রা বন্দরে এসেছে। এর মধ্যে ৩১টি কয়লাবাহী জাহাজ। সরকার এসব জাহাজ হ্যান্ডলিংয়ের মাধ্যমে ১৭৮ কোটি টাকা আয় করেছে।

উল্লেখ্য, পায়রা বন্দর অবকাঠামো সুবিধাদি উন্নয়ন প্রকল্প ও প্রথম টার্মিনাল প্রকল্পের কাজ চলমান রয়েছে। এগুলোর কাজ ২০২২ সাল নাগাদ শেষ হবে বলে বৈঠকে জানানো হয়।

গতিশীলতা পায়রা সমুদ্রবন্দর


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর