Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজী পিসিআর ল্যাবে ক‌রোনা পরীক্ষা ছাড়াল ২০ হাজার


২৬ জুলাই ২০২০ ১৬:২৫

নারায়ণগঞ্জ: নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে অবস্থিত গাজী পিসিআর ল্যাবে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা ২০ হাজার ছাড়িয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে এই ল্যাবে। তাতে করে এই ল্যাবে মোট ২০ হাজার ১০টি করোনা নমুনা পরীক্ষা হলো।

রোববার (২৬ জুলাই) গাজী পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বলছে, শেষ ২৮টি নমুনার মধ্যে তিনটি করোনা পজিটিভ এসেছে।

ঢাকার পর নারায়ণগঞ্জ করোনাভাইরাসের হটস্পট হয়ে উঠলেও এই এলাকায় নমুনা পরীক্ষার জন্য কোনো পিসিআর ল্যাব ছিল না। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে ল্যাব স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন। পরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক রূপগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের জন্য অর্থায়ন করেন। তার অর্থায়নে গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা’র উদ্যোগে ল্যাবটি স্থাপন করা হয়।

গত ২৯ এপ্রিল দুপুরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এই ল্যাবের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক। এরপর থেকেই অত্র এলাকার মানুষের করোনাভাইরাস পরীক্ষা চলছে এই ল্যাবে।

ল্যাব সংশ্লিষ্টরা বলছেন, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাসহ নারায়ণগঞ্জের প্রায় সব এলাকার নাগরিক এই ল্যাবের সেবা গ্রহণ করছেন। এছাড়া ঢাকা ছাড়াও কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষ এই ল্যাবে বিনামূল্যে নমুনা পরীক্ষার সুযোগ পাচ্ছেন। এছাড়া গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্যও আলাদাভাবে করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করেছে গাজী গ্রুপ।

বিজ্ঞাপন

২০ হাজার টেস্ট গাজী গোলাম মর্তুজা গাজী গ্রুপ গাজী পিসিআর ল্যাব গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক নারায়ণগঞ্জ পিসিআর ল্যাব বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর