Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে আত্মহত্যার ঘোষণা, ফোন পেয়ে উদ্ধার করলো পুলিশ


২৭ জুলাই ২০২০ ১৫:৪১

ঢাকা: এক কলারের ফোন পেয়ে সোমবার ভোরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা প্রচেষ্টাকারী এক যুবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নিয়েছে দিনাজপুরের কোতোয়ালি থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’এ একজন কলার দিনাজপুরের কোতোয়ালী থানাধীন পাহাড়পুর থকে ফোন করে জানান তার পরিচিত একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি আত্মহত্যা করার প্রস্তুতি নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে দিনাজপুরের কোতোয়ালী থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়।

সংবাদ পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে দিনাজপুর কোতোয়ালী থানার এসআই সুবহান আলী ৯৯৯ কে ফোনে জানান তিনি আত্মহত্যা প্রচেষ্টাকারী ৩২ বছরের এক যুবককে উদ্ধার করেন। যুবক মানসিক অবসাদ্গ্রস্ত এবং নেশাসক্ত। এর আগেও তিনি আত্মহত্যার প্রচেষ্টা চালিয়েছিলেন। তিনি ছুরি দিয়ে কেটে নিজের হাত ও গলা রক্তাক্ত করেছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যব্স্থা করা হয়েছে।

ওই যুবকের বিরুদ্ধে তার স্ত্রী একটি চাঁদাবাজির মামলা করেছেন এবং তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। এ ছাড়াও ঢাকার পল্টন থানার একটি মামলায় তিনি কারাগারে ছিলেন।

যুবক সুস্থ হওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

৯৯৯ আত্মহত্যা আত্মহত্যার চেষ্টা ফেসবুকে স্টাটাস ফোন কল বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর