Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকবিরোধী অভিযান; ৭ দিনে গ্রেফতার ২৮৬৩ জন


২৮ জুলাই ২০২০ ০৩:০৫

ঢাকা: মাদকবিরোধী অভিযানে সারাদেশে গত ৭ দিনে দুই হাজার ৫৩ মামলায় মোট দুই হাজার ৮৬৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর শূন্য সহনশীলতা এবং আইজিপি’র প্রাধিকারভুক্ত কার্যতালিকায় দেশমাতৃকাকে মাদকমুক্ত করার চলমান অভিযান দিনের পর দিন আরও জোরদার হচ্ছে, সম্মিলিত শক্তিতে এগিয়ে চলছে।

তিনি বলেন, গত ৭ দিনে পুলিশ এক হাজার ৯০৪ টি মামলায় দুই হাজার ৮৬৩ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার হয়েছে। চলতি মাসে ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে দায়ের হওয়া এসব মামলায় ৪ লাখ ৬৬ হাজার ৭২ পিস ইয়াবা, নয় হাজার ৯৩০ বোতল ফেনসিডিল, দুই কেজি ৫৯৭ গ্রাম হেরোইন, দুই হাজার ৮৮ কেজি গাঁজা, এক হাজার দুইশত ৭ লিটার দেশি মদ এবং ২১১ বোতল বিদেশী মদ উদ্ধার হয়েছে।

মাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর