আনসার আল ইসলামের সক্রিয় ৫ সদস্য রিমান্ডে
২৮ জুলাই ২০২০ ২০:০২
ঢাকা: ঢাকার ধামরাইয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সন্দেহে গ্রেফতার পাঁচ সদস্যের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) শুনানি শেষে ঢাকার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এ আদেশ দেন।
রিমান্ড যাওয়া আসামিরা হলেন— মো. মিজানুর রহমান পলাশ (৩৫), মো. দুরুল হুদা (৪৪), মো. আব্দুর রশিদ (২১), মো. রাসেল (৩৭) ও মো. আব্দুল হাই (৪০)।
এদিন পাঁচ আসামিকে আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
গত রোববার (২৬ জুলাই) অভিযান চালিয়ে ধামরাই থানাধীন ধুলিভিটা বাসস্ট্যান্ড এলাকা থেকে এই পাঁচ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল জব্দ করা হয়।
পরে সোমবার রাতে র্যাব-৪-এর উপপরিদর্শক মাসুদ বাদী হয়ে আটক পাঁচ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
র্যাব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা ঢাকার সাভার ও ধামরাই এলাকার বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ ও বৈঠক করার জন্য ধুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় মিলিত হওয়ার চেষ্টা করছিল।
৫ সদস্য রিমান্ডে আনসার-আল ইসলাম জঙ্গি সংগঠন রিমান্ড মঞ্জুর সক্রিয় সদস্য