Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে করোনা আক্রান্ত ১৫ লাখ


২৮ জুলাই ২০২০ ২১:০২

ভারতে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ছে। খবর এনডিটিভি।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৬ হাজার ১২৯ জনে দাঁড়িয়েছে। সূত্র- ওয়ার্ল্ডোমিটার।

এদিকে, রাজ্যভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যায় ভারতের তামিল নাড়ু, কর্ণাটক এবং মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। তবে, আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমেছে দিল্লি এবং অন্ধ্র প্রদেশে।

করোনা আক্রান্তের সংখ্যায় ভারতের ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। তবে, এভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকএ অচিরেই ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে ভারত – এমন মন্তব্য করেছেন দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞরা।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভারতে করোনা মহামারি’র প্রকোপ বেড়েই চলেছে। ইতোমধ্যে, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ৩৩ হাজার ৮৮৪ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী এক কোটি ৬৭ লাখ ১৩ হাজার ৯৯ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ছয় লাখ ৫৭ হাজার ৮৩৪ জনের। এছাড়াও, চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন এক কোটি দুই লাখ ৮৯ হাজার ৩৯০ জন।

করোনা আক্রান্ত কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ভারত

বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর