মুগদার মান্ডার ঝিলে নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
২৮ জুলাই ২০২০ ২১:৫১
ঢাকা: রাজধানীর মুগদার মান্ডার ঝিলে নৌকা ডুবে নাঈমা সুলতানা (১৮) ও মৃদুল হাসান রাব্বি (১৮) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৬টার দিকে মান্ডার কদমআলী ঝিলে এই দুর্ঘটনা ঘটে। দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের সদর দফতর ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, বিকালে নৌকা নিয়ে পাঁচ বন্ধু ঘুরতে গিয়েছিল কদমআলী ঝিলে। এসময় নৌকা ডুবে গেলে তিনজন সাঁতরে পাড়ে আসতে পারলেও দুজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরী দল তাদের দুজনকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সার ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের বাসা মুগদা মান্ডা সরকার বাড়ি এলাকায়। তারা পরস্পর বন্ধু। মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।