Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগদায় মামার ছুরিকাঘাতে ভাগনে খুন!

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৮:০৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৯:১৫

ছুরিকাঘাত। প্রতীকী

ঢাকা: রাজধানীর মুগদার মান্ডা এলাকায় বাড়ি নিয়ে দ্বন্দ্বে মামার ছুরিকাঘাতে ভাগনে রিমন হোসেন (২৭) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২১জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মান্ডা বড়পাড়া জোড়া মসজিদের বাসায় ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় রিমনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৫টার দিকে তিনি মারা যান।

নিহত রিমনের খালা মুক্তা আক্তার জানান, রিমনের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার অলিপাড়া গ্রামে। রিমনের মা রুবিনা বেগম মারা যাওয়ায় ছোটকাল থেকে মান্ডা তাদের সঙ্গে থাকতেন। তিনি কাঁচামালের ব্যবসা করতেন। রিমনের বাবা জাহিদ হোসেন নারায়ণগঞ্জে থাকেন।

বিজ্ঞাপন

মুক্তা আক্তার বলেন, ‘মুগদা মান্ডার দুইতলা বাড়ি আমার মা মৃত আঞ্জুমান বেগমের নামে। তিনি বেশ কয়েকদিন আগে মারা গেছেন। ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকেন আমার মামা বাদশা মিয়া, আমার ভাই রাজিব ও তার স্ত্রী সেতু আক্তার। নিচতলায় আমি নিজে থাকি। রিমনের মা বেঁচে না থাকায় আমার কাছে থাকতো সে। কিন্তু আমার বাবা জয়নাল আবেদীন, ভাই রাজিব ও তার স্ত্রী সেতু চায় না রিমন আমাদের সঙ্গে থাকুক এবং বাড়ির ভাগ পাক।’

তিনি বলেন, ‘আজ এসব বিষয় নিয়ে আমার বাবার সঙ্গে রিমনের ঝগড়া হয়। এক পর্যায়ে রিমন বাবাকে লাঠি দিয়ে পিঠে আঘাত করে। এতে আমার ভাই রাজিব ক্ষিপ্ত হয়ে সুইচগিয়ার ছুরি দিয়ে রিমনের বুকের বাম পাশে আঘাত করে। পরে তাকে আহত অবস্থায় প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিমন।’

মুক্তা আক্তার অভিযোগ করেন, ‘ভাগনে রিমন হত্যাকাণ্ডে আমার বাবা, ভাই ও তার স্ত্রী জড়িত। এই তিন জনের নামে থানায় মামলা করব।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় স্বজনরা হাসপাতালে ভর্তি করে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান। ওই যুবকের বুকের বামপাশে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ছুরিকাঘাত টপ নিউজ ভাগনে খুন মামা মুগদা

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর