Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরি হওয়া নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ, গ্রেফতার ৩


২৯ জুলাই ২০২০ ০৪:২০

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জন্ম নেওয়ার একদিন পর চুরি হয়ে যাওয়া এক নবজাতককে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে অভিযান চালিয়ে উপজেলার নোয়াখলা ইউনিয়নের নোয়াখলা গ্রামের মোশারফ হোসেন গাজীর বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

এ ঘটনায় গ্রেফতার তিন জন হলেন— লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার উত্তরদেব নগর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী মারজাহান বেগম (৩০), নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার মুকিল্লা গ্রামের হাবিবুল বাহারের স্ত্রী লাভলী বেগম (৩২) ও নবজাতককে ‘কিনে নেওয়া’ চাটখিল উপজেলার নোয়াখলা গ্রামের মোশারফ হোসেন গাজী (৪২)।

পরে বিকেলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম শিশুটিকে আদালতের মাধ্যমে বাবা বেলাল হোসেন ও মা রিনা বেগমের হাতে তুলে দেন।

চাটখিল থানায় দায়ের করা অভিযোগে নবজাতকটির বাবা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের ব্যবসায়ী বেলাল হোসেন উল্লেখ করেন, গ্রেফতার লাভলী ও মারজাহান বেগম সম্পর্কে তার চাচী হন। তারাই কৌশলে তার সন্তানকে চুরি করে নিয়ে মোশারফ হোসেনের কাছে ৬০ হাজার টাকা বিক্রি করে দেয়।

অভিযোগে বলা হয়েছে, রিনা বেগমকে সোনাইমুড়ী উপজেলার মুকিল্লা গ্রামের লাভলী বেগমের ঘরে নিয়ে আটক রাখা হয়। এসময় প্রসূতি রিনা বেগমের কাছ থেকে ৩০০ টাকা মূল্যের একটি অলিখিত স্ট্যাম্পে সই করিয়ে নেয় লাভলী বেগম। ঘটনা আঁচ করতে পেরে রিনা বেগম কৌশলে সোমবার রাতে লাভলীর বাসা থেকে পালিয়ে চাটখিল থানায় এসে পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেন। এসময় রিনার স্বামী ব্যবসায়ী বেলাল হোসেনও চাটখিল থানায় এসে হাজির হন। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে বেলাল হোসেন বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েই শিশুটিকে উদ্ধারের কাজ শুরু হয়। ভোরে নোয়াখলা গ্রামের মোশারফ হোসেন গাজীর বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় তিন জনকে। পরে বিকেলে শিশুটিকে আদালতের মাধ্যমে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিয়েছি। গ্রেফতার তিন জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

৬ ঘণ্টার মধ্যে উদ্ধার গ্রেফতার ৩ নবজাতক নবজাতক চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর