Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


২৯ জুলাই ২০২০ ১৫:১৯

ঢাকা: রাজধানীর শ্যামপুর ফরিদাবাদ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ইমদাদুল হক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করতো।

বুধবার (২৯জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সোয়া একটার দিকে মৃত ঘোষণা করেন।

ইমদাদুলের গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদি উপজেলায়। বাবার নাম নিজাম উদ্দিন। তার ভাই আশরাফুল হক জানান, ইমদাদুল ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করতো। থাকতো শ্যামপুর ফরিদাবাদ ব্যাংক কলোনি এলাকায়। সকালে ফরিদাবাদ হরিচরন রোডের একটি বাসায় বিদ্যুতের কাজ করছিল।

আশরাফুল হক বলেন, ‘ইমদাদুল হরিচরন রোডে রাস্তা পার হয়ে একটি লোহার দোকানে যায়। সেই দোকানে থাকা একটি স্ট্যান্ড ফ্যান হাত দিয়ে ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ওই অবস্থায়ই সে ফ্যান নিয়ে বৃষ্টির মধ্যে রাস্তায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু শ্যামপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর