Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকাশের ৯০ লাখ টাকা আত্মসাৎ, ম্যানেজারসহ আটক ২


২৯ জুলাই ২০২০ ১৯:৩৫

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিকাশের ম্যানেজারসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিউল হক বলেন, ‘আজ সকাল ৯ টায় উপজেলার চর হাজারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলী আহমদ বাড়ির সামনে থেকে বিকাশের ডিস্ট্রিবিউশন হাউজ এএস কমিউনিকেশন-২ এর ৯০ লাখ টাকা ছিনতাইয়ের খবর আসে। বিকাশ ম্যানেজার সুমন মজুমদার ফোন করেন আমাকে। তিনি জানান, এক আরোহীসহ মোটরসাইকেলে চেপে হাজারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আহমদ আলী মাঝি বাড়ির সামনে পৌঁছালে তার মোটরসাইকেলে হামলা চালিয়ে দুর্বৃত্তরা ৯০ লাখ টাকা ছিনিয়ে নেয়।’

বিজ্ঞাপন

রবিউল হক আরও বলেন, ‘খবর পেয়ে আমি ওই এলাকায় অভিযানে যাই এবং ঘটনাস্থল পরিদর্শন করি। সুমন মজুমদারের কথার সঙ্গে ঘটনার মিল না পেয়ে তাকেই আটক করে জিজ্ঞাসাবাদ করি।’

আটককৃত ব্যক্তিরা হলেন সুমন মজুমদার (৪০) উপজেলার চর পার্বতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সন্তোষ কুমার মজুমদারের ছেলে এবং বিকাশের কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা শাখার ম্যানেজার ও শিশির মজুমদার (৩৬) চর হাজারী ২ নং ওয়ার্ডের রাগারগো বাড়ির বিনোদ বিহারীর ছেলে।

 এ ঘটনায় বিকাশের এজেন্ট মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক রবিউল হক।

নোয়াখালী বিকাশের টাকা আত্মসাৎ

বিজ্ঞাপন

সভ্য দেশের গৃহহীন মানুষ
২৩ নভেম্বর ২০২৪ ১৫:০৮

আরো

সম্পর্কিত খবর