Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজেন্ট চেয়ারম্যান সাহেদকে নিয়ে সেই লাবণ্যবতী খালে র‌্যাব


৩০ জুলাই ২০২০ ২১:৪৮ | আপডেট: ৩১ জুলাই ২০২০ ০১:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও বেসরকারি হাসপাতাল রিজেন্টের মালিক মো. সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী শাখরা-কোমরপুর এলাকায় নিয়ে গিয়েছিল র‌্যাব। রিমান্ডের চতুর্থ দিন বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে তাকে লাবণ্যবতী খালের ওপর বেইলি ব্রিজের ওপর মিনিট দশেক রাখা হয়।

পরে তাকে আবারও খুলনায় র‌্যাব-৬ এর সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

তদন্তের স্বার্থে রিমান্ডের প্রাপ্ত তথ্য না জানানো হলেও র‌্যাব সূত্র জানিয়েছে, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে খুলনার র‌্যাব কার্যালয় থেকে তার গ্রেফতারস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সাহেদ মাঝে মাঝে খুব ক্ষ্যাপাটে, আবার কখনো কখনো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। তবে গ্রেফতার হওয়ার আগে সাতক্ষীরায় তার অবস্থান ও অস্ত্রসহ বিভিন্ন বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

বিজ্ঞাপন


মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের উপপরিদর্শক রেজাউল ইসলাম জানান, সাহেদকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে অধিকতর তদন্তের স্বার্থে সেসব এখনই প্রকাশ করা যাচ্ছে না।

সাহেদ ২৮ দিনের রিমান্ডে

উল্লেখ্য, গত রোববার (২৬ জুলাই) রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও বেসরকারি হাসপাতাল রিজেন্টের মালিক মো. সাহেদকে ২৮ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন।

গত ৬ জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানের শেষে গত ৭ জুলাই হাসপাতালের উত্তরা ও মিরপুরের শাখা দুটি সিলগালা করে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করে র‌্যাব।

টপ নিউজ বেসরকারি হাসপাতাল রিমান্ড সাতক্ষীরা সাহেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর